গ্লোবাল নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহসম্পাদক কেএমএন মঞ্জুরুল হক লাবলু অগ্রণী ব্যাংকে নবনিযুক্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন।
অর্থমন্ত্রণালয় থেকে জারিকৃত এক পরিপত্রে তিনি আগামী ৩ বছরের জন্য এই দায়িত্বপ্রাপ্ত হন।
ব্যাংকের বোর্ডরুমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ পরিচালকরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অসামান্য পরিচালনা দক্ষতা, সততা আর একনিষ্টতার কারণে তৃতীয় বারের মতো তিনি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বলে মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে। এরআগেও মঞ্জুরুল হক লাবলু ওই ব্যাংকে ধাপে ধাপে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সাবেক ভিপি মঞ্জুরুল হক লাবলু ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক এবং তার স্ত্রী একজন সমাজসেবক।