অতিরিক্ত দামে লবণ কিনে অভিযোগ, টাকা ফেরত পেলেন ভোক্তা

অতিরিক্ত দামে লবণ কিনে অভিযোগ, টাকা ফেরত পেলেন ভোক্তা

নেত্রকোনার কেন্দুয়ায় লবণের মূল্য বেড়ে গেছে এমন গুজব সৃষ্টি করে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগ করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা জরিমানার একটি অংশ পেলেন অভিযোগকারী একজন ভোক্তা। অভিযোগকারী হৃদয় মিয়া নামে একজন ভোক্তার হাতে মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ওই নগদ টাকা তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্র জানায়, লবণের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এমন গুজব সৃষ্টি করে মঙ্গলবার রাতে কেন্দুয়া বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক অতিরিক্ত দামে লবণ বিক্রি করেছেন- এমন অভিযোগ করেন হৃদয় মিয়া নামে একজন ভোক্তা। এক পর্যায়ে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই অভিযুক্ত ব্যবসায়ী আবদুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। সেইসঙ্গে আদালত আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী ভোক্তাকে প্রদানের জন্যও আদেশ দেন। পরে কেন্দুয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঁইয়া এবং কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামেদুল হক অভিযোগকারী ভোক্তা হৃদয় মিয়ার হাতে আদায় করা জরিমানার ২৫ শতাংশ অর্থ অর্থাৎ নগদ আড়াই হাজার টাকা তুলে দেন। এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের কেন্দুয়া বাজারসহ বিভিন্ন হাটবাজারে একই হাকিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে লবণ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে আরো আটজন ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ সময় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা আদালতকে সহায়তা করে। এ ব্যাপারে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম জানান, বাজারে লবণের কোনো ঘাটতি নেই। তাছাড়া দামও স্থিতিশীল রয়েছে। এরপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী লবণের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এমন গুজব সৃষ্টি করে অতিরিক্ত দামে লবণ বিক্রি করছিল। এরইপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শাহ আমানত বিমানবন্দরে আট কেজি স্বর্ণ উদ্ধার পূর্ববর্তী

শাহ আমানত বিমানবন্দরে আট কেজি স্বর্ণ উদ্ধার

সচল হলো ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক, ধর্মঘট স্থগিত পরবর্তী

সচল হলো ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক, ধর্মঘট স্থগিত

কমেন্ট