অনন্য কীর্তি গড়লেন আফগান স্পিনার

অনন্য কীর্তি গড়লেন আফগান স্পিনার

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। গতকাল সোমবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জয় পাওয়া ম্যাচে বল হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এই সেনসেশন এদিন ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে শুধু এক উইকেট পান। আর এতেই নতুন কীর্তি গড়ে ফেললেন আন্তর্জাতিক তিনি। তিন ফরম্যাটে মোট ২০০ উইকেট নেওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রশিদের। এরপর টি-টোয়েন্টি অভিষেকও ঘটে তাঁর। সাদা বলের দুই ফরম্যাটে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। যেকোনো কন্ডিশনেই উজ্জ্বলতা ছড়ান এই তরুণ লেগস্পিনার। তাই ৯৬ ম্যাচেই ২০০ উইকেট শিকার ফেললেন। এখন পর্যন্ত ৫৭ ওয়ানডেতে ১২৩ ও ৩৮ টি-টোয়েন্টিতে ৭৫ উইকেট শিকার করছেন রশিদ। ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। গেল জুলাইয়ে নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৫৪ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
রোনালদোর হ্যাটট্রিকে শেষ আটে জুভেন্টাস পূর্ববর্তী

রোনালদোর হ্যাটট্রিকে শেষ আটে জুভেন্টাস

সংবাদ সম্মেলন করতে সরফরাজকে বাধা! পরবর্তী

সংবাদ সম্মেলন করতে সরফরাজকে বাধা!

কমেন্ট