অনিয়ম-দুর্নীতি ও ঘুষ দাবি, ওসি আবু ওবায়েদ প্রত্যাহার

অনিয়ম-দুর্নীতি ও ঘুষ দাবি, ওসি আবু ওবায়েদ প্রত্যাহার

জয়পুরহাটের আক্কেলপুর থানার পরিদর্শক আবু ওবায়েদকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং ঘুষ দাবির একাধিক অভিযোগ থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ সুপারের অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম আক্কেলপুর থানার ওসি (সদ্য প্রত্যাহার) আবু ওবায়েদের অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে এসপির কাছে লিখিত অভিযোগ করেন। এছাড়াও ওই সাবেক ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে জানান তিনি। ওসির বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন এসপি। তিন সদস্য তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মালিক ওসির দায়িত্ব বুঝে নিয়েছেন। আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সেলিম মালিক বলেন, গত শুক্রবার রাতেই প্রত্যহার করা ওসি আবু ওবায়েদকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশ সদস্যদের কোনো অনিয়ম -দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম ও বিভিন্ন অভিযোগে আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
করোনা পজিটিভ হওয়ার পরেও রোগী দেখছিলেন ডাক্তার পূর্ববর্তী

করোনা পজিটিভ হওয়ার পরেও রোগী দেখছিলেন ডাক্তার

হতাশায় দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা: পুলিশ পরবর্তী

হতাশায় দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা: পুলিশ

কমেন্ট