অনুচিংয়ের হ্যাটট্রিকে আমিরাতকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ

অনুচিংয়ের হ্যাটট্রিকে আমিরাতকে ৭-০ গোলে হারাল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ। বড় জয় তুলে নেওয়ার লক্ষ্যে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা মাঠে নামলেও ৭ গোলের বেশি করতে পারেনি তারা। আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে ৫ গোল করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মুহুর্মূহ আক্রমণ শানিয়েও ২টির বেশ গোল পায়নি। বাংলাদেশের হয়ে আজ হ্যাটট্রিক করেছেন অনুচিং মোগিনি। একটি করে গোল করেছেন শামসুন্নাহার, আনাই মোগিনি ও ইলামনি। একটি গোল এসেছে আত্মঘাতি খাত থেকে। অবশ্য ৭-০ গোলে জিতেও শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। রোববার এফ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। তারাও আজ সকালে লেবাননের বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনাম উভয়েই তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তাদের পয়েন্ট পূর্ণ ৯। গোল ব্যবধান ২৫! পরের পর্বে যেতে হলে রোববার ভিয়েতনামের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। আমিরাতের বিপক্ষে আজ একটি গোল বেশি করতে পারলে শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে পরের পর্বে যেতে পারত। যেহেতু ঘরের মাঠে খেলা। সেহেতু ভিয়েতনামের বিপক্ষে শেষ ম্যাচ জিতেই পরের পর্বে যেতে চায় বাংলাদেশ।
ব্রাজিল দলে ডাক পেলেন বার্সার ম্যালকম পূর্ববর্তী

ব্রাজিল দলে ডাক পেলেন বার্সার ম্যালকম

দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাব দেখছেন মাশরাফি পরবর্তী

দায়িত্বশীল ব্যাটিংয়ের অভাব দেখছেন মাশরাফি

কমেন্ট