অনুমতি পেলে জুনে অনুশীলনে ফেরার লক্ষ্য শ্রীলঙ্কার

অনুমতি পেলে জুনে অনুশীলনে ফেরার লক্ষ্য শ্রীলঙ্কার

সরকার থেকে সবুজ সংকেত পেলে পহেলা জুন ট্রেনিংয়ে ফিরবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিশ্চিত করেছেন দলটির কোচ মিকি আর্থার। স্বাস্থ্য বিধি মেনে এবং বায়ো সুরক্ষিত ভেন্যুতে ট্রেনিং শুরু করবে শ্রীলঙ্কা। ক্রিকইনফোকে আর্থার বলেছেন,‘শেষ সপ্তাহে আমাদের একটি জরুরী বৈঠক হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পহেলা জুন থেকে আমরা ট্রেনিংয়ে ফিরব। স্থাস্থ্য মন্ত্রনালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেলে আমরা মাঠে নামব। অবশ্যই আমাদের কোচিং স্টাফ এবং আমাদের অধিনায়ক আমাদের সঙ্গে যুক্ত হবে।’ শুরুতে পেসারদের নিয়ে কাজ করার পরিকল্পনা আর্থারের। ২০ জুন থেকে পুরো দল নেয় কাজ করবে শ্রীলঙ্কা। গত ডিসেম্বরে শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন আর্থার। নিজেদের পরিকল্পনা নিয়ে অভিজ্ঞ কোচ বলেছেন,‘স্থাস্থ্য মন্ত্রনালয়ের সাড়া পেয়ে ভালো লাগছে। আমরা ছোট গ্রুপে কাজ শুরু করবো। শুরুতে আমরা পেসারদের নিয়ে মাঠে নামব। ধাপে ধাপে আমরা ফেরাব পুরো স্কোয়াডকে। এরপর পুরো দলের অনুশীলন শুরু হলে বুঝে যাবো আমরা মাঠে নামার জন্য প্রস্তুত কি না। আশা করছি ২০ দিনের শুরুর সময়ে আমরা বুঝতে পারবো মাঠে নামার মতো পরিবেশ ও পরিস্থিতি আছে কি না।’ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট। ঘরের মাঠে শ্রীলঙ্কার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত হয়েছে। জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এজন্য বাংলাদেশকে তিন টেস্টের জন্য জুলাইয়ের শেষে আমন্ত্রণ জানিয়েছে তারা। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা জুলাইয়ের শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আমন্ত্রণ জানিয়েছে ভারতকে।
৫০ হুইলচেয়ার ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিলেন মুশফিক পূর্ববর্তী

৫০ হুইলচেয়ার ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিলেন মুশফিক

এবার তামিমের লাইভ আড্ডায় কিউই অধিনায়ক পরবর্তী

এবার তামিমের লাইভ আড্ডায় কিউই অধিনায়ক

কমেন্ট