অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে

ইউটিউবে গান চালু থাকা অবস্থায় অন্য ওয়েবসাইটে ঢু মারেন অনেকেই। নতুন ট্যাব বা প্রগ্রাম চালু করলে গান শোনার সুযোগ মিললেও ভিডিও দেখা যায় না। চাইলে ক্রোম ব্রাউজারের ‘পিকচার-ইন-পিকচার মোড’ কাজে লাগিয়ে অন্য কাজ করার সময়ও স্ক্রিনের একপাশে ইউটিউব চালানো সম্ভব। এ জন্য ইউটিউবে চালু থাকা ভিডিও স্ক্রিনের ওপর মাউসের ডান বাটন পর পর দুবার ক্লিক করতে হবে। প্রথমবার ক্লিক করলে ইউটিউবের বিভিন্ন অপশন দেখা গেলেও দ্বিতীয়বার ক্রোম ব্রাউজারের ‘পিকচার-ইন-পিকচার মোড’ দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলেই কম্পিউটারের স্ক্রিনের ডান পাশে ইউটিউবের ছোট স্ক্রিন চালু হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুসংবাদ পূর্ববর্তী

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুসংবাদ

ভেরিফিকেশন ছাড়া চলবে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টা-টুইটার পরবর্তী

ভেরিফিকেশন ছাড়া চলবে না ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টা-টুইটার

কমেন্ট