অবমুক্ত হলো 'গোল্ড'-এর ট্রেলার

অবমুক্ত হলো 'গোল্ড'-এর ট্রেলার

আজ অবমুক্ত করা হলো অক্ষয় কুমারের আপকামিং মুভি 'গোল্ড'-এর ট্রেলার। ২ মিনিট ১৮ সেকেন্ডের এই ট্রেলারটি আপনার সোমবারের সকালকে অন্যরকম করে দিতে পারে। একজন দেশপ্রেমিকের আবেগকে উপজীব্য করেই মূলত নির্মিত ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রধান চরিত্রটির নাম তপন দাস, যে ভারতীয় হকি দলের একজন তরুণ সহকারী ম্যানেজার। সে স্বপ্ন দেখে, তার দেশ স্বাধীন হবে এবং সেই স্বাধীন দেশ একদিন হকিতে অলিম্পিক স্বর্ণপদক পাবে। ছবিটি ভারতের হকি খেলার একটি কালপর্ব নিয়ে চিত্রায়িত। আর সেই কালপর্বটি বিস্তৃত ১৯৩৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত। উল্লেখ্য, স্বাধীন ভারত ১৯৪৮ সালের ১২ আগস্ট অলিম্পিকে স্বর্ণপদক লাভ করে। এ বছর সেই ঐতিহাসিক ক্ষণের ৭০তম বর্ষপূর্তি পালন করবে ভারত। একটি ট্যুইটে অক্ষয় লেখেন, ব্রিটিশ ভারতের বিজয়ী আর স্বাধীন ভারতের লিজেন্ড। ভারতের হকি খেলার স্বর্ণ সময়ের দর্শক হন, দেখুন গোল্ড। ছবিটিতে টিভি তারকা মৌনী রায় অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। যিনি তাঁর স্বামীর সকল স্বপ্নকে সব সময় সমর্থন করেন। এটিই তাঁর বলিউড ছবিতে প্রথম কাজ। ছবিতে আরো আছেন কুনাল কাপুর, অমিত সাধ, বিনীত সিং, সানি কৌশল প্রমুখ। এঁরা হকি দলের সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রীমা কাগতি। প্রযোজনা করেছেন ফারহান আখতার আর রিতেশ সিধওয়ানি। তারকা গীতিকার ও কবি জাভেদ আখতারের লেখা গানে সুর ও সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক জুটি শচীন-জিগার।
সেরা শ্রীদেবী-ইরফান পূর্ববর্তী

সেরা শ্রীদেবী-ইরফান

ছবি পরিচালনায় আসছেন সোনম কাপুর পরবর্তী

ছবি পরিচালনায় আসছেন সোনম কাপুর

কমেন্ট