অবশেষে কানাডায় সেই সৌদি তরুণী

অবশেষে কানাডায় সেই সৌদি তরুণী

পরিবার থেকে পালিয়ে আসা সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন কানাডা পৌঁছেছেন। দেশটিতে তার অ্যাসাইলাম (আশ্রয় প্রার্থনা) মঞ্জুর হওয়ার পর তিনি এ সুযোগ পেলেন। রাহাফ মোহাম্মদ আল-কুনুন (১৮) ব্যাংকক হয়ে অষ্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে কুয়েতে ফিরে যেতে বলা হয়েছিল, সেখানে রাহাফের পরিবার তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু রাহাফ কুয়েতে ফিরে যেতে অস্বীকৃতি জানান। এবং ব্যাংকক এয়ারপোর্টের হোটেলের কক্ষে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। এ বিষয়টি আর্ন্তজাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করে। এর আগে রাহাফ জানিয়েছিলেন, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। এটা সৌদি আরবে শাস্তিযোগ্য অপরাধ; যার সাজা মৃত্যুদণ্ড।
চীনে কয়লা খনি ধসে ২১ শ্রমিক নিহত পূর্ববর্তী

চীনে কয়লা খনি ধসে ২১ শ্রমিক নিহত

কাবা প্রাঙ্গণে কালো ঘাসফড়িং পরবর্তী

কাবা প্রাঙ্গণে কালো ঘাসফড়িং

কমেন্ট