অবিশ্বাস্য ম্যাচে পাঞ্জাবের জয়

অবিশ্বাস্য ম্যাচে পাঞ্জাবের জয়

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। কদিন আগেই দুবার সুপার ওভারের রোমাঞ্চ দেখিয়েছে দলটি। এবারও অবিশ্বাস্য ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল পাঞ্জাব। গতকাল শনিবার হায়দরাবাদকে ১২ রানে হারিয়েছে পাঞ্জাব। ম্যাচটিতে মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও জয় পেল প্রীতি জিনতার দল। জয়ের খুব কাছে গিয়েও পারল না হায়দরাবাদ। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছিল হায়দরাবাদ। তখন জয়টা শুধু সময়ের অপেক্ষা মনে হয়েছিল। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন পাঞ্জাবের বোলাররা। মাত্র ১৪ রানে পাঞ্জাবের সাত উইকেট নিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল লোকেশ রাহুলের দল। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১২৬ রান করে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন নিকোলাস পুরান। ২৭ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ২২ রান। বাকিরা সবাই ব্যর্থ ছিলেন। ছোট লক্ষ্যের জবাবে দারুণ শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। শুরু জুটিতে দুজন মিলে তোলেন ৫৬ রান। ৩৫ রানে আউট হন ওয়ার্নার ও ১৯ রানে ফেরেন বেয়ারস্টো। দুই ওপেনার ফিরলে চতুর্থ উইকেটে ১০০ তোলে দলটি। তখন জয়টা হাতের নাগালেই ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে চিত্র পাল্টে যায়। মাত্র ৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ১৪ রানের মধ্যে হারায় শেষ উইকেট। মিডল অর্ডার ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার ম্যাচে শেষ পর্যন্ত হেরে যায় ওয়ার্নারের দল। পাঞ্জাবের পক্ষে বল হাতে সবাই দারুণ করেছেন। নিজের ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তরুণ লেগস্পিনার রবি বিষ্ণুই। ১৭ রানে ৩ উইকেট নেন ক্রিস জর্ডান এবং শেষ ওভারে জোড়া আঘাত হানা আরশদ্বীপের ঝুলিতে যায় ২৩ রানে ৩টি উইকেট। এই জয়ের মাধ্যমে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল পাঞ্জাব। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে পাঞ্জাব। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল-মাহমুদউল্লাহদের শিরোপাযুদ্ধ পূর্ববর্তী

বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল-মাহমুদউল্লাহদের শিরোপাযুদ্ধ

এমবাপ্পে-কিনের জোড়া গোলে পিএসজির দারুণ জয় পরবর্তী

এমবাপ্পে-কিনের জোড়া গোলে পিএসজির দারুণ জয়

কমেন্ট