অমিতাভ বললেন, ‘কন্যাই সেরা’

অমিতাভ বললেন, ‘কন্যাই সেরা’

বৃদ্ধ অমিতাভ বচ্চন পেনশনের ব্যাপারে এসেছেন এক কার্যালয়ে। সঙ্গে মেয়ে। বৃদ্ধ বাবা মেয়ের ভরসাতেই হাঁটছেন। এটি ভারতের ‘কল্যাণ জুয়েলারিস’-এর একটি বিজ্ঞাপন। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন নিজেই জানালেন, তিনি যতবার বিজ্ঞাপনটি দেখছেন তাঁর চোখে পানি চলে আসছে। অন্য একটি দিক দিয়েও বিজ্ঞাপনটি অমিতাভের জন্য বিশেষ কিছু। কারণ বিজ্ঞাপনটিতে তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করা মেয়েটি যে তাঁরই কন্যা! শ্বেতা বচ্চন নন্দা এই প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনে কাজ করলেন! আজ মঙ্গলবার নিজের ফেসবুকে বিজ্ঞাপনটি শেয়ার দিয়েছেন অমিতাভ বচ্চন। আর লিখেছেন, ‘কন্যাই সেরা।’ সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমেই অভিনয়ে অভিষেক হলো শ্বেতার। বিজ্ঞাপনটিতে দেখা যায়, পেনশনের ব্যাপারে কথা বলতে যান বাবা। তবে খুব একটা সহযোগিতা পাচ্ছিলেন না। মেয়েই তাঁকে সাহায্য করছে। একপর্যায়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দুজন। ম্যানেজারকে মেয়ে জানান, তাঁর বাবার পেনশনের টাকা এক মাসে দুইবার এসেছে। ম্যানেজার শুনে হেসে ফেলেন। বলেন, ‘তাহলে আনন্দ করুন।’ মেয়ে বলেন, ‘না, বাবা চাইছেন তা ফেরত দিতে।’ ম্যানেজার বলেন, ‘বাদ দিন না, কে জানবে?’ বাবা বলেন, ‘আমি তো জানি। কেউ জানুক আর নাই জানুক খারাপ খারাপই।’ বচ্চন পরিবারের সবাই বলিউডে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। শ্বেতার মা জয়া বচ্চন ভাই অভিষেক বচ্চন আর ভাইয়ের স্ত্রীঐশ্বরিয়া রাই বলিউডে বেশ জনপ্রিয়। তবে শ্বেতা বচ্চন অভিনয়ের কাজ থেকেই দূরেই ছিলেন। অভিনয় না করলেও ২০১৬ সালে র‍্যাম্প মডেল হিসেবে একবার কাজ করেছিলেন শ্বেতা। তবে দাদা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের গুণ তাঁর মধ্যেও আছে। চলতি বছরই প্রকাশিত হবে শ্বেতার লেখা প্রথম উপন্যাস।
ছাত্রী ধর্ষণচেষ্টায় শিক্ষককে দেড় লাখ টাকা জরিমানা পূর্ববর্তী

ছাত্রী ধর্ষণচেষ্টায় শিক্ষককে দেড় লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

কমেন্ট