অর্থ পাচার মামলায় গিয়াস আল মামুনের সাত বছরের কারাদণ্ড

অর্থ পাচার মামলায় গিয়াস আল মামুনের সাত বছরের কারাদণ্ড

ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ছয় কোটি টাকার অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন রায় দেন। রায়ের পর গিয়াস আল মামুনের আইনজীবী হেলাল উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর মামুনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ২৯ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার নথি থেকে জানা যায়, বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলী রেলওয়ের সিগন্যালিং আধুনিকীকরণের কাজ পান। কিন্তু পরে মামুন তাঁর কাছে অবৈধ কমিশন দাবি করেন। কমিশন না দিলে কাজ বাতিল করার হুমকি দেন। পরে মামুন ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ছয় কোটি এক লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা গ্রহণ করেন। এবং ওই টাকা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
ফোন চুরি যাওয়ায় সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার! পূর্ববর্তী

ফোন চুরি যাওয়ায় সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার!

৬ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ পরবর্তী

৬ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

কমেন্ট