অসুস্থতার কারণে আদালতে যাননি খালেদা জিয়া

অসুস্থতার কারণে আদালতে যাননি খালেদা জিয়া

অসুস্থতার কারণে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গ্যাটকো দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে শুনানির দিন ধার্য ছিল আজ বুধবার। জানা গেছে, পায়ে ফোঁড়া ওঠায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। এ বিষয়ে আদালতে একটি কাস্টরি ওয়ারেন্ট পাঠায় কারা কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তাই তাকে আদালতে হাজির করানো যায়নি। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই আদালত গত ১০ জানুয়ারি প্রডাকশনে ওয়ারেন্ট জারির আদেশ দেন। আজও উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করেন আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেসবাহ, তাহেরুল ইসলাম, আকরাম হোসেন, আবদুল হান্নান ভূঁইয়া প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন।
ফরম নিলেন একঝাঁক তারকাসহ ৬০৫ জন পূর্ববর্তী

ফরম নিলেন একঝাঁক তারকাসহ ৬০৫ জন

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু পরবর্তী

নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

কমেন্ট