অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে একের পর এক ধারালো বস্তুর সন্ধান, উদ্বেগে ক্রেতারা

অস্ট্রেলিয়ায় স্ট্রবেরিতে একের পর এক ধারালো বস্তুর সন্ধান, উদ্বেগে ক্রেতারা

মজাদার স্ট্রবেরি খেয়ে যে হাসপাতালে যেতে হবে তা অনেকেই ভাবতে পারছেন না। কিন্তু ঘটনা তাই ঘটল। অস্ট্রেলিয়ায় স্ট্রবেরি খেতে গিয়ে এর ভেতরে বেশ কিছু সেলাইয়ের সুচের মতো ধারালো বস্তু পাওয়া গেছে। শুধু একটি ঘটনা নয়, একের পর এক ঘটনা ধরা পড়েছে অস্ট্রেলিয়ায়। এরপর স্ট্রবেরি কেনার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছে দেশটির সরকার। ধারালো সেলাইয়ের সুচসহ স্ট্রবেরি খেয়ে ফেলায় এক ব্যক্তি তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯ বছরের এক বালকও স্ট্রবেরি কামড়ে খেতে গিয়ে তাতে সুচ পেয়েছে। সুচের মতো ধারালো বস্তু ভরা স্ট্রবেরিগুলো নিউ সাউথ ওয়েলস, কুইসল্যান্ড এবং ভিক্টোরিয়া রাজ্যের সুপারমার্কেটগুলোতে পাওয়া গেছে বলে খবর এসেছে। এ কারণে স্বাস্থ্য কর্মকর্তারা স্ট্রবেরি খাওয়ার আগে তা কেটে খাওয়ারও পরামর্শ দিয়েছেন। একটি নয়, একাধিক ব্রান্ডের স্ট্রবেরিতে এরকম সুচ থাকার কথা জানাচ্ছেন ক্রেতারা। ফলে বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে সরকারকে। এদিকে কিভাবে সুচগুলো স্ট্রবেরিতে এল তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সরকার। অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডে স্ট্রবেরি উৎপাদক এসোসিয়েশনের কর্মকর্তা জেনিফার রাউলিং এটিকে ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’ এবং ‘অন্তর্ঘাতমূলক তৎপরতা’ বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ার অর্থনীতিতে স্ট্রবেরির অবদান রয়েছে। বিক্রি কমে গেলে তা অর্থনীতির ক্ষতি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দক্ষিণ মেরুতে এটা কি? পূর্ববর্তী

দক্ষিণ মেরুতে এটা কি?

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

কমেন্ট