অ্যানিমিয়া হতে পারে হার্টফেল'র কারণ

অ্যানিমিয়া হতে পারে হার্টফেল'র কারণ

৯ বছরের শিশু রামিয়া। প্রায়ই তীব্র মানসিক যন্ত্রণা আর তন্দ্রাভাব দেখা দেয় তার। হাসপাতালে নেওয়া হলে তাকে বলা হয়, তার শরীরে আয়রনের অভাবই এই হৃদরোগের প্রধান কারণ হতে পারে। রামিয়া বলে, 'আমি একজন অ্যানিমিক এবং প্রায়ই অসুস্থ হয়ে পড়ি। আমি জানি না কীভাবে আমি এই হৃদরোগের সমস্যা সৃষ্টি করেছি। চিকিৎসকরা বলেন, এটি আমার অ্যানিমিক অবস্থার কারণে হতে পারে এবং আমিই এই রোগ সৃষ্টি করেছি।' অ্যানিমিয়া বা রক্তে হিমোগ্লোবিন স্তর নেমে যাওয়ার বিষয়টি প্রধানত হৃদরোগের সঙ্গে সম্পর্কিত। কারণ শরীরে অধিক রক্ত ও অক্সিজেন পাম্প করতে হৃদযন্ত্রকে কঠোর পরিশ্রম করতে হয়। সংশ্লিষ্ট বিষয়ের চিকিৎসকরা বলেন, যখন কোনো শিশু অ্যানিমিক হয় তখন তার রক্ত পাতলা হয়ে যায়, এর অর্থ হলো রেড ব্লাড করপাসলস (আরবিসি) অর্থাৎ রক্তের লৌহিত কণিকা ভেঙে যায়, তখন রক্ত পাতলা হয়ে যাওয়ায় রক্তের পরিমাণ কমে যায়। এতে একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। কারণ এ সময় হৃদযন্ত্রের পক্ষে রক্ত পাম্প করা কঠিন হয়ে পড়ে। এতে রক্তের পরিমাণ কমে যায়। যখন কেউ অ্যানিমিক হয় তখন শরীর এর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। যদি অ্যানিমিয়ার বিষয়টি সঠিকভাবে ধরা না পড়ে এবং এর চিকিৎসা না হয় তবে শরীরের অঙ্গের গুরুতর ক্ষতি হতে পারে। চিকিৎসকরা আরো বলেন, অ্যানিমিয়া গুরুতর হয়ে গেলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে হৃদযন্ত্রের পক্ষে রক্ত পাম্প করা হয়ে পড়ে। যারা ইতিমধ্যে হৃদরোগে ভুগছেন তাদের যদি অ্যানিমিয়াও বৃদ্ধি পায় তবে হ্রাস পাওয়া অক্সিজেন হৃদযন্ত্রে বাড়তি চাপ প্রয়োগ করে। অ্যানিমিয়ার কারণে দ্রুত বা অনিয়মিত হার্টবিট (অ্যারিথমিয়া) দেখা দিতে পারে। এ সময় রক্তে অক্সিজেনের অভাবের কারণে হৃদযন্ত্রকে আরো বেশি রক্ত ​​পাম্প করতে হয়। এতে হৃদযন্ত্র বড় হয়ে যায় অথবা এর ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাই সঠিক সময় শরীরে অ্যানিমিয়ার উপস্থিতি নির্ণয় ও এর চিকিৎসা হওয়া প্রয়োজন।
রাশিফল: জেনে নিন কেমন কাটবে আপনার দিনটি পূর্ববর্তী

রাশিফল: জেনে নিন কেমন কাটবে আপনার দিনটি

রাশিফল: জেনে নিন কেমন যাবে আপনার দিনটি পরবর্তী

রাশিফল: জেনে নিন কেমন যাবে আপনার দিনটি

কমেন্ট