আইপিএলের ফরম্যাটে বিশ্বকাপ সেমিফাইনালের পক্ষপাতী কোহলি

আইপিএলের ফরম্যাটে বিশ্বকাপ সেমিফাইনালের পক্ষপাতী কোহলি

শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভারত এক ম্যাচে বাজে খেলেই বাদ পরায় তাই কথা উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে ফরম্যাট নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলে সেমিফাইনালকে বলা হয় প্লে অফ। এতে গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় দল এক ম্যাচ হেরে গেলেও পরবর্তীতে ফিরে আসার সুযোগ থাকে। সেক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে আবার মুখোমুখি হয় তারা। বিশ্বকাপও একই ফরম্যাটে হলে ভারতীয় দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পেত। গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই এ বিষয়ে প্রশ্ন আসার পর প্লে-অফের প্রতি নিজের সমর্থনের কথা জানাতে ভুল করেননি বিরাট কোহলি। “কে জানে ভবিষ্যতে কি হবে। টেবিলের শীর্ষ স্থানে থাকার যদি গুরুত্ব থেকে থাকে (তাহলে এটা হওয়া উচিত)। আমার মনে হয়, টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনায় নিয়ে এটা ভাবা উচিত। এটা খুব ভালো একটা পয়েন্ট। তবে আমরা জানি না এটা কখন হবে।’’ “এটা খুবই হতাশাজনক যখন আপনি এত ভালো ধারাবাহিক ক্রিকেট খেলবেন পুরো টুর্নামেন্টে আর তারপর মাত্র ৪৫ মিনিটের বাজে ক্রিকেট আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিবে।’’
কিউই রূপকথার কাব্যে মিশে আছেন ধোনি! পূর্ববর্তী

কিউই রূপকথার কাব্যে মিশে আছেন ধোনি!

'অবৈধ থ্রো'য়ে ধোনি আউট? ফুঁসছে গোটা ভারত পরবর্তী

'অবৈধ থ্রো'য়ে ধোনি আউট? ফুঁসছে গোটা ভারত

কমেন্ট