আইপিএলে নো বল পর্যবেক্ষণের জন্য বাড়তি আম্পায়ের

আইপিএলে নো বল পর্যবেক্ষণের জন্য বাড়তি আম্পায়ের

শুধুমাত্র নো বল পর্যবেক্ষণের জন্য ম্যাচে বাড়তি একজন আম্পায়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গভর্নিং বডি। জানা গেছে, মাঠের দুই আম্পায়ার, থার্ড ও ফোর্থ আম্পায়ারদের থেকে এই নো বল আম্পায়ারের কাজ সম্পূর্ণ আলাদা হবে। তার কাজ হবে প্রযুক্তির সাহায্য নিয়ে বোলারের পা, হাত ও মাঠে ফিল্ডারদের ফিল্ডিং পজিশনের দিকে লক্ষ্য রেখে নো বল জনিত ভুলত্রুটি দূর করা। গতকাল মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভায় অনুমোদনের জন্য প্রস্তাবটি পাঠানো হবে। এ ব্যাপারে সেই বৈঠকের একজন সদস্য গণমাধ্যমকে জানান, আইপিএলের আগে পরীক্ষামূলকভাবে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রয়োগ করা হবে নিয়মটা। পরে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে রঞ্জি ট্রফিতেও।
'আজ ইতিহাস গড়তে চায় বাংলাদেশ' পূর্ববর্তী

'আজ ইতিহাস গড়তে চায় বাংলাদেশ'

৫০ ওভারের ম্যাচকে চার ইনিংসে করার পরামর্শ টেন্ডুলকারের পরবর্তী

৫০ ওভারের ম্যাচকে চার ইনিংসে করার পরামর্শ টেন্ডুলকারের

কমেন্ট