আইপিএল অভিযান শেষ মুস্তাফিজের

আইপিএল অভিযান শেষ মুস্তাফিজের

শেষ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিযান। গতকাল রবিবার অনেকটা পচা শামুকে পা কাটার মতো দশা হলো তার দল মুম্বাই ইন্ডিয়ানসের। প্লে অফ থেকে অনেক আগেই ছিটকে পড়া দিল্লি ডেয়ারডেলভিলসের কাছে ১১ রানে হেরে গেল রোহিত শর্মার দল। প্লে অফের আশা শেষ। তাই সোশ্যাল সাইটে আইপিএলের একাদশ আসরকে টা টা বাই বাই জানালেন মুস্তাফিজ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মুস্তাফিজ লিখেছেন, 'মুম্বাই পল্টনের সঙ্গে এটা একটা অসাধারণ জার্নি ছিল। অনেক অনেক স্মৃতি যুক্ত হয়েছে। আশা করছি, আগামী বছর আবার দেখা হবে।' এবারের আইপিএল মুস্তাফিজের পারফর্মেন্স সুবিধার ছিল না। ৭ ম্যাচে মোট ২৭.৩ ওভার বোলিং করে নিয়েছেন ৭ উইকেট। ইকনোমি ৮.৩৬। মাঝে ৭ ম্যাচ তাকে একাদেশের বাইরে রেখেছিল মুম্বাই টিম ম্যানেজম্যান্ট। গতকাল রবিবার তাকে একাদশে সুযোগ দেওয়া হয়। তিন স্পেলে ৪ ওভার বোলিং করে ৮.৫০ ইকনোমিতে দিয়েছেন ৩৪ রান। ডট দিয়েছেন ৯টি। পাওয়ার প্লেতে ২ ওভার বোলিং করে দেন মাত্র ১০ রান। পরের দুই ওভারে ২৪ রান দিয়ে বসেন তিনি। রবিবারের ওই ম্যাচটাই চলতি আসরের শেষ ম্যাচ হয়ে যায় মুস্তাফিজের জন্য। আগামী আসরে তাকে একই জার্সিতে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়; তবে ভারতের অসংখ্য ক্রিকেটপ্রেমী মুস্তাফিজের পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন। আগামী আসর এমনকী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজের জন্যও দ্য ফিজকে শুভকামনা জানিয়েছেন ভারতের মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তরা।
রোনালদোকে ছাড়িয়ে শীর্ষে মেসি পূর্ববর্তী

রোনালদোকে ছাড়িয়ে শীর্ষে মেসি

গ্যারি কারস্টেন এখন ঢাকায় পরবর্তী

গ্যারি কারস্টেন এখন ঢাকায়

কমেন্ট