আইভি রহমানের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা, নানা কর্মসূচি

আইভি রহমানের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা, নানা কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আইভি রহমানের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনা হবে। খুনিরা কেউ রেহাই পাবে না।’ ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তিপূর্ণ সমাবেশে ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষে আজ ঢাকায় ও কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও আইভি রহমানের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ বাদ আছর পরিবারের পক্ষ থেকে আইভী কনকর্ড টাওয়ারে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৭টায় ভৈরব বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন দলীয় নেতা-কর্মীরা। সকাল সাড়ে ৭টা থেকে খতমে কোরআন অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে তাঁর নিজবাড়ি আইভি ভবনেও অনুষ্ঠিত হবে কোরআনখানি ও মিলাদ মাহফিল। সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ট্রমা হাসপাতাল সংলগ্ন আইভি চত্বরে তাঁর প্রতিকৃতিতে দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করবেন। বিকাল ৫টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা ও মিলাদ মাহফিল। অন্যদিকে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, হাজী আসমত ও রফিকুল ইসলাম মহিলা কলেজ, মুর্শিদ-মুজিব উচ্চ বিদ্যালয়, শহীদ আইভি রহমান স্কুল ও শহীদ আইভি রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এইসব তথ্য নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ।
বাবার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাদ পূর্ববর্তী

বাবার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাদ

খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি পরবর্তী

খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি

কমেন্ট