আইসিসির কোড অব কনডাক্ট ভাঙায় সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে জরিমানা

আইসিসির কোড অব কনডাক্ট ভাঙায় সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে জরিমানা

আইসিসির কোড অব কনডাক্ট ভাঙায় সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিধাস ট্রফির ফাইনালে ওঠা ম্যাচের শেষ মুহূর্তে মাঠে-বাইরে উত্তজনা ছড়িয়ে পড়ে। তার জেরেই এল জরিমানার খড়গ। অধিনায়ক সাকিব ও ম্যাচে অতিরিক্তি খেলোয়াড় সোহানের ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে জরিমানার কথা জানিয়েছে আইসিসি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ক্রিকেটের অভিভাব সংস্থাটি। আইসিসি জানিয়েছে জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সাকিব-সোহানের নামের পাশে। কারণ তারা লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন। ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ডিমেরিট যোগ হওয়ার নিয়ম চালুর পর থেকে প্রথমবার এটি জুটল এই দুই টাইগার ক্রিকেটারের। ঘটনা বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে। ইসুরু উদানা পরপর দুই বলে বাউন্স দেয়ার পরও নো বল না ডাকায় ক্ষেপে যান মাহমুদউল্লাহ। এসময় মাঠ আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান তিনি। একই সময়ে শ্রীলঙ্কার ফিল্ডারদের সঙ্গেও তর্কে জড়ান সাইডলাইনে থাকা বাংলাদেশের খেলোয়াড়রা। সাকিব অতিরিক্ত আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন, এক পর্যায়ে উত্তেজিত হয়ে ম্যাচ ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিতও দেন মাঠে থাকা রিয়াদকে। উত্তেজনা যখন চরমে, আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদের সময় পানির বোতল নিয়ে মাঠে যান সোহান। একাদশের বাইরে থাকা টাইগার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাঠে ঢুকে দ্বন্দ্বে জড়ান লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে। উত্তেজিত লঙ্কান ফিল্ডার কুশল মেন্ডিসের সঙ্গে তর্কাতর্কি করেন। আঙুল উঁচিয়ে কথা বলেন থিসারা পেরেরার সঙ্গে। এমনকি হাতাহাতির পর্যায়েও চলে যান সোহান। পরে সতীর্থ খেলোয়াড়রা এসে তাকে নিবৃত করেন। যদিও মেন্ডিসই প্রথম কটুশব্দ ছুড়েছিলেন সোহানের দিকে। পরে থিসারা এসে তার সঙ্গে যোগ দেন। কোড অব কনডাক্টের আর্টিকেল ২.১.১ লঙ্ঘনে জরিমানা হয়েছে সাকিবের। তার আচরণ খেলাটির চেতনার বিরোধী বলে গণ্য হয়েছে ম্যাচ রেফারির কাছে। আর সোহান আর্টিকেল ২.১.২ ভেঙে জরিমানা গুনছেন। তিনি প্রতিপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে অভিযুক্ত। শনিবার সকালে সাকিব ও সোহানকে জরিমানা শুনিয়ে দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দুজনেই অভিযোগ মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
নিদাহাস ট্রফির ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ পূর্ববর্তী

নিদাহাস ট্রফির ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ

ফাইনালে বাংলাদেশ পরবর্তী

ফাইনালে বাংলাদেশ

কমেন্ট