আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোকবার্তা

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোকবার্তা

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেণ্য এ সঙ্গীতব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু। জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে। নিজের প্রতিষ্ঠা করা ব্যান্ড দল এল আর বি’র লিড গিটারিস্ট এবং ভোকাল আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের কিংবদন্তী। আজ সকাল সাড়ে ৮টায় তার হার্ট অ্যাটাক হয়। মৃত অবস্থায় সকাল সোয়া ৯টায় তার ড্রাইভার তা‌কে হাসপাতা‌লে আনেন। সকাল ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। হার্ট অ্যাটা‌কের পর তার মুখ থে‌কে ফেনা উঠ‌তে থা‌কে। দীর্ঘদিন ধ‌রেই হৃদ‌রো‌গে ভুগ‌ছি‌লেন এ শিল্পী। সপ্তাহ দুয়েক আগেও একবার হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ডাক্তারের শরণাপন্ন হন। আগের পরীক্ষায় তার হার্টের কর্মক্ষমতা ৩০ ভাগে নেমে এসেছিল ব‌লে জানা‌নো হয় হাসপাতা‌লের তরফ থে‌কে। ২০১২ সালে আইয়ুব বাচ্চু ফুসফুসে পানি জমার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালের সিসিইউ-তে ভর্তি হয়েছিলেন। সে দফা সুস্থ হয়ে ফিরে যান। ১ সপ্তাহ আগে আরো একবার অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। তবু, আজ সঙ্গীত জগতের এই তারকার বড় অসময়ে চলে যাওয়া।
‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে’ পূর্ববর্তী

‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে’

মহানবী (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী পরবর্তী

মহানবী (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

কমেন্ট