আকস্মিকভাবে পণ্য রপ্তানি বন্ধ না করার আহ্বান

আকস্মিকভাবে পণ্য রপ্তানি বন্ধ না করার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশে পেঁয়াজের মতো নিত্য পণ্য রপ্তানি বন্ধের কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের আগে বাংলাদেশকে জানানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্তের ফলে নিকট প্রতিবেশী দেশের বাজারে তার প্রভাব পড়ে ।’ প্রধানমন্ত্রী শুক্রবার নয়াদিল্লীতে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ‘আপনারা হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেন। যদি আগে আমাদের বিষয়টি জানাতেন তাহলে আমরা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করতে পারতাম।’ তিনি বলেন, ‘নয়াদিল্লী যদি ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশকে জানায় তবে ঢাকা স্বাগত জানাবে।’ অনুষ্ঠানে ভারতের শিল্প ও রেলমন্ত্রী পিয়াস গোয়েল, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারতের সাত সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন পূর্ববর্তী

বাংলাদেশ-ভারতের সাত সমঝোতা স্মারক সই, ৩ প্রকল্প উদ্বোধন

নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস পরবর্তী

নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস

কমেন্ট