আগামী বিশ্বকাপ জিতবে পাকিস্তান : ওয়াকার ইউনুস

আগামী বিশ্বকাপ জিতবে পাকিস্তান : ওয়াকার ইউনুস

২০১৭ সালের ১৮ জুন। ওই বিশেষ দিনটি ভারতের ক্রিকেটপ্রেমীরা কখনো ভুলতে পারবেন না। ওই দিন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। তাই সেই হারের ক্ষত এখনো দগদগে রয়েছে ভারতীয়দের মনে। সেই দিনটির প্রসঙ্গ উল্লেখ করেই এবার পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনুস ২০১৯ বিশ্বকাপে জয়ী কে হবে, তা নিয়ে ভবিষ্যতবাণী করলেন। ইউনুস বলেছেন, ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে যে অভিজ্ঞতা পাকিস্তান অর্জন করেছে, তা আগামী বছরের বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে দলের আত্মবিশ্বাস বাড়াবে। আগামী বছর ৩০ মে থেকে বিশ্বকাপের খেলা শুরু হবে। এক বছর আগে পাকিস্তান এই ইংল্যান্ডেই ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এ বছর পাকিস্তান লর্ডস টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। পাকিস্তানের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন ইউনুস। তিনি বলেন, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে বেশ ভালোভাবে সড়গড় হয়ে উঠেছে সরফরাজ আহমেদের দল। পাকিস্তান গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাই ইংল্যান্ডের পরিবেশে কীভাবে খেলতে হয়, সে ব্যাপারে ধারনা রয়েছে পাকিস্তান দলের। কিছুদিন আগেই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও জিতেছে পাকিস্তান। এই প্রসঙ্গ উল্লেখ করে ইউনুস বলেছেন, পাকিস্তানেরই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।পাকিস্তানের প্রচুর লোক ইংল্যান্ডে থাকেন। তাই দলের ওপর চাপও বেশ থাকবে। ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল। ১৯৯৯ সালে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা।
মিসরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে রাশিয়া পূর্ববর্তী

মিসরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে রাশিয়া

মিসরের ডু অর ডাই ম্যাচ, জিতলেই শেষ ষোলোয় রাশিয়া পরবর্তী

মিসরের ডু অর ডাই ম্যাচ, জিতলেই শেষ ষোলোয় রাশিয়া

কমেন্ট