আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে সেখানেই ফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী। প্রথা অনুসারে প্রতিবার ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হয়। পরে দুপুরের দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কিন্তু এবারে প্রধানমন্ত্রী লন্ডন সফরে থাকায় শিক্ষামন্ত্রীর হাতেই ফল তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী ও ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
বকেয়া মজুরির জন্য ফের ধর্মঘটে পাটকল শ্রমিকরা পূর্ববর্তী

বকেয়া মজুরির জন্য ফের ধর্মঘটে পাটকল শ্রমিকরা

মান ঠিক রেখে নির্দিষ্ট অর্থের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: পরিকল্পনামন্ত্রী পরবর্তী

মান ঠিক রেখে নির্দিষ্ট অর্থের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: পরিকল্পনামন্ত্রী

কমেন্ট