আজ পিইসি-জেএসসির ফল প্রকাশ

আজ পিইসি-জেএসসির ফল প্রকাশ

আজ সোমবার দুপুরে জেএসসি ও জেডিসি এবং পিইসি ও ইইসি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আজ দুপুর ১২টায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর এক ঘণ্টা পরে পিইসি ও ইইসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের কারণে এবার প্রায় এক সপ্তাহ আগে এ ফল প্রকাশ করা হচ্ছে বলে জানা গেছে। আরো জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অধীনে অনুষ্ঠিত এবার পিইসি ও ইইসি পরীক্ষায় ২৯ লাখ ৩৪ হাজার ৯৫৫ জন অংশ নেয়। আর ৯ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৯ হাজার ২৪১ শিক্ষার্থী। সব মিলিয়ে এসব পরীক্ষায় এবার ৫২ লাখ ৬৪ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চার পরীক্ষারই ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ৩০ ডিসেম্বর নির্বাচন থাকায় এবার এক সপ্তাহ আগে ফল প্রকাশ করা হচ্ছে।
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কামরাঙ্গীরচর যাচ্ছেন শেখ হাসিনা পূর্ববর্তী

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কামরাঙ্গীরচর যাচ্ছেন শেখ হাসিনা

বঙ্গবন্ধুর সমাধিতে আল আকসা মসজিদের গ্রান্ড মুফতির শ্রদ্ধা পরবর্তী

বঙ্গবন্ধুর সমাধিতে আল আকসা মসজিদের গ্রান্ড মুফতির শ্রদ্ধা

কমেন্ট