আজ মাঠে নামছে বার্সা, শেষ সুযোগ বার্সার

আজ মাঠে নামছে বার্সা, শেষ সুযোগ বার্সার

মাঠ ও মাঠের বাইরে চরম এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। এরই মধ্যে হাতছাড়া হয়েছে লা লিগা ও কোপা দেল রে’র রাজত্ব। দুঃস্বপ্নের মৌসুমে ভরাডুবি এড়াতে শেষ সুযোগ এখন চ্যাম্পিয়ন্সলিগ। ২০০৫ সালের পর আবারও ইউরোপসেরা হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ঘরের মাঠে আজ অগ্নিপরীক্ষায় নামছেন মেসিরা। বাংলাদেশ সময় রাত ১টায় ন্যুক্যাম্পে শেষ ষোলোর ফিরতি ম্যাচে নাপোলির মুখোমুখি হবে বার্সা। করোনা বিরতির আগে নাপোলির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। ঝুলিতে একটি অ্যাওয়ে গোল থাকায় বার্সার জন্য সমীকরণটা দৃশ্যত খুব কঠিন নয়। গোলশূন্য ড্র করলেও কোয়ার্টার ফাইনালে চলে যাবে তারা। পরিসংখ্যানও বার্সার অনুকূলে। চ্যাম্পিয়ন্স লিগে টানা ৩৫টি হোম ম্যাচে অপরাজিত স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু দলের সাম্প্রতিক নড়বড়ে ফর্ম ভাবিয়ে তুলেছে কোচ কিকে সেতিয়েনকে। বার্সা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে তার চাকরি কেউ বাঁচাতে পারবে না।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান দলে ব্যাটিং ছন্দপতন পূর্ববর্তী

দ্বিতীয় ইনিংসে পাকিস্তান দলে ব্যাটিং ছন্দপতন

৮৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোনাল্ডো পরবর্তী

৮৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোনাল্ডো

কমেন্ট