আজ যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ৬ জুলাই যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০২ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ। চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করবে সংগঠনটি। এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল এক বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অপু উকিল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে পালন করা হবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।
আমির হোসেন আমুকে ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ববর্তী

আমির হোসেন আমুকে ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে

সুস্থ আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া পরবর্তী

সুস্থ আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

কমেন্ট