আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ

আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ

syl সাবেক অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়া হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সদ্য জামিনে মুক্ত সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছ। বুধবার দুপুর ১২টার দিকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে হাজিরা দেন তারা। পরে আদালত আগামী ১৮ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন বলে জানিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর। গত ৪ জানুয়ারি কারাগার থেকে মুক্ত হন আরিফ ও গউছ। এর আগে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে নাম আসায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার পর থেকে কারাগারে ছিলেন আরিফ। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন।
বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা পূর্ববর্তী

বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছেন মুসল্লিরা

দ্রুত লিটন হত্যা রহস্য উদঘাটন : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী

দ্রুত লিটন হত্যা রহস্য উদঘাটন : স্বরাষ্ট্রমন্ত্রী

কমেন্ট