আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে আজ বুধবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিকেলে নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় শেখ লুত্ফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। ফেরার পথে আগামীকাল বৃহস্পতিবার সাতটি স্থানে পথসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে বের হন। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিকালে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় পৃথক দুটি জনসভায় অংশ নেবেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার ফের সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। সে সময় ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় : সিইসি পূর্ববর্তী

প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় : সিইসি

মওলানা ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী আজ পরবর্তী

মওলানা ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী আজ

কমেন্ট