আবরার হত্যা মামলার আসামি সাদাত দিনাজপুরে গ্রেফতার

আবরার হত্যা মামলার আসামি সাদাত দিনাজপুরে গ্রেফতার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি এ এস এম নাজমুস সাদাতকে ভারতে পালানোর সময় দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ মামলায় নাজমুস সাদাতসহ এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ এস এম নাজমুস সাদাত বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যায় চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।
সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত পূর্ববর্তী

সোনাগাজীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

তুহিনকে হত্যায় ১০ জনকে আসামি করে মামলা পরবর্তী

তুহিনকে হত্যায় ১০ জনকে আসামি করে মামলা

কমেন্ট