আবরার হত্যা মামলা ডিবিতে

আবরার হত্যা মামলা ডিবিতে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর চকবাজার থানায় দায়ের করা এ মামলা তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ফাহাদ হত্যার ঘটনায় বাবা বরকতুল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করা হয়। রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
১০ দফা দাবি নিয়ে আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা পূর্ববর্তী

১০ দফা দাবি নিয়ে আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

অপকর্ম করে কেউ পার পায়নি , পাবেও না: ওবায়দুল কাদের পরবর্তী

অপকর্ম করে কেউ পার পায়নি , পাবেও না: ওবায়দুল কাদের

কমেন্ট