আবারও বর্ষসেরা ক্রিকেটার ডি কক

আবারও বর্ষসেরা ক্রিকেটার ডি কক

দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেশটির সীমিত ওভারের অধিনায়ক কুইন্টন ডি কক। একই সাথে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল এক অনুষ্ঠানে গতকাল শনিবার নিজেদের ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ডি কক। এবার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার উঠল তার হাতে। তিনিই হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ক্রিকেটার যার হাতে দুই বার বর্ষসেরার পুরস্কার উঠেছে। ডি ককের আগে মাখায়া এনটিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জক ক্যালিস ও কাগিসো রাবাদা দুই বার করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লুঙ্গি এনগিডি। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনরিখ নর্টি। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রমিলা ক্রিকেটে সেরার পুরস্কার জিতেছেন লরা ওলভারডট। ২১ বছর বয়সী ডান-হাতি এই ব্যাটসম্যান গত বছর ৯টি ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৫ রান করেন।
টানা তৃতীয় জয় পেল আর্সেনাল পূর্ববর্তী

টানা তৃতীয় জয় পেল আর্সেনাল

ভিয়ারিয়ালকে উড়িয়ে ব্যবধান কমাল বার্সেলোনা পরবর্তী

ভিয়ারিয়ালকে উড়িয়ে ব্যবধান কমাল বার্সেলোনা

কমেন্ট