আবারও বার্সার অধিনায়ক মেসি

আবারও বার্সার অধিনায়ক মেসি

লিওনেল মেসির এক সিদ্ধান্তে হইচই পড়ে গিয়েছিল বার্সেলোনা শিবিরে। নতুন মৌসুমে বার্সা ছাড়তে চেয়েছিলেন তিনি। চরম উত্তেজনার ১০ দিন পর সিদ্ধান্ত বদলেছেন তিনি। আরো এক মৌসুম বার্সাতেই থাকছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির সিদ্ধান্ত বদলে স্বস্তি ফিরেছে কাতালান শিবিরে। অনুশীলনেও ফিরেছেন তিনি। এবার সতীর্থদের ভোটে নতুন মৌসুমের অধিনায়ক নির্বাচিত হলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। ২০২০-২১ মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য মেসিকেই ভোট দিয়েছেন ক্লাব সতীর্থরা। ভোটের মাধ্যমে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সার্জিও বুসকেটস। ২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তার বার্সা ছাড়ার পর থেকে অধিনায়কের ভূমিকায় মেসিকে দেখা যাচ্ছে। গত দুই মৌসুমের ধারাবাহিকতায় এবারও তিনিই হয়েছেন অধিনায়ক। অধিনায়কের পদের জন্য দাঁড়ানো চারজনের মধ্যে ভোট সংখ্যায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। এর আগে গত শুক্রবার নতুন লড়াই শুরুর আগে বার্সা অনুশীলনে এসে মেসিকে নিজের প্রত্যাশার কথা জানান কোম্যান। বার্সার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোম্যান বলেন, ‘আগেও অনেকবার বলেছি, মেসিই সেরা। মেসি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেক বছর ধরে সে তা দেখিয়ে আসছে। আশা করি, এবারও সে এর পুনরাবৃত্তি করতে পারবে।’ এ ছাড়া তরুণদের নিয়ে কোম্যান বলেন, ‘নতুন খেলোয়াড়রা খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছে। একটা শক্তিশালী দল তৈরি হয়েছে। প্রত্যেককেই খেলানোর মতো। অনুশীলনে আমাদের দারুণ পরিবেশ তৈরি হয়েছে। তরুণরা অনুশীলনে যোগ দিয়েছে। এখন আমাদের দ্রুত ফিটনেসের উন্নতি করা দরকার।’
শর্ত মেনে শ্রীলঙ্কায় যেতে চায় না বাংলাদেশ পূর্ববর্তী

শর্ত মেনে শ্রীলঙ্কায় যেতে চায় না বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ইতিহাস গড়েন থিয়েম পরবর্তী

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ইতিহাস গড়েন থিয়েম

কমেন্ট