আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি: ইতালির প্রধানমন্ত্রী

আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি: ইতালির প্রধানমন্ত্রী

ইতালির বাতাসে শুধু লাশের গন্ধ। প্রতিদিন লাশের সারি এতোই দীর্ঘ হচ্ছে যে লাশ সমাহিত করার লোক পাওয়া যাচ্ছে না। সরকারের আদেশ মেনে সবাই নিজ ঘরে কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। কঠোর প্রচেষ্টা চালিয়েও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ইতালি। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি। মারা গেছে ছয় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের কণ্ঠে হতাশা। টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি। আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। এখন একমাত্র সমাধান আকাশের কাছে।’ তার এ বক্তব্য বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। করোনা ভাইরাসে ইতালির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লোম্বারদিয়া অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী নামানো হয়েছে। লকডাউন কার্যকর করতে সেখানে কাজ করছে সামরিক বাহিনী।
করোনা বিভীষিকায় ইতালিতে আরো ৭৪৩ জনের মৃত্যু পূর্ববর্তী

করোনা বিভীষিকায় ইতালিতে আরো ৭৪৩ জনের মৃত্যু

করোনা লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমান রোবট ব্যবহার করছে চীন পরবর্তী

করোনা লড়াইয়ে কৃত্রিম বুদ্ধিমান রোবট ব্যবহার করছে চীন

কমেন্ট