আরো শক্তিশালী হয়ে অলিম্পিকে ফেরার অঙ্গীকার ওসাকার

আরো শক্তিশালী হয়ে অলিম্পিকে ফেরার অঙ্গীকার ওসাকার

টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন জাপানের টেনিস খেলোয়াড় নেয়োমি ওসাকা। সেইসঙ্গে তিনি বলে দিলেন, ‍‘‍‘এক বছর পরে ২০২১ সালে আরও শক্তিশালী হয়ে অলিম্পিকে যোগ দেব আমরা।’’ ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওপেন ও ২০১৯ সালে অস্ট্রেলীয় ওপেন জয়ী বিশ্বের ১০ নম্বর মহিলা টেনিস খেলোয়াড় ওসাকা টোকিও অলিম্পিকে একজন বড় মুখ। গত মাসে অলিম্পিক আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত গেমসের উদ্দেশ্য প্রচারকারী ভিডিয়োতে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। গতকাল শনিবার সেই ওসাকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‍‘‍‘সকলেই জানেন অলিম্পিক আমার কাছে কতটা মূল্যবান। দেশের মাটিতে অনুষ্ঠিত সেই অলিম্পিকে যোগদানের জন্য আমি কতটা গর্বিত।’’ তিনি আরও লিখেন, ‍‘‍‘অলিম্পিক এ বছর অনুষ্ঠিত না হওয়ায় সকলের মতো আমি হতাশ। তবে আমরা সকলেই এক বছর পরে ২০২১ সালে আরও শক্তিশালী হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি ও জাপানের প্রধানমন্ত্রী করেনাভাইরাসের বিশ্বজুড়ে সংক্রমণের পরিপ্রেক্ষিতে অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা একশো শতাংশ সর্মথন করি।’’ ২২ বছর বয়সি এই টেনিস খেলোয়াড় তাঁর পোস্টে উল্লেখ করেন, ‍‘‍‘সারা বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখন সময় সংক্রমিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থ করে তোলা। এটাই অলিম্পিকের বার্তা। জাপানের মানুষ শক্ত থাকুন। মনে রাখতে হবে, এক বছর পরে জাপানে যখন অলিম্পিক হবে, তখন এই ক্রীড়া প্রতিযোগিতা ও আমাদের দেশকে সুন্দর ভাবে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেকে সুস্থ ও নিরাপদ থাকুন। আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবই।’’
প্রথম শ্রেণির ক্রিকেটারদের পাশে দাঁড়াল বিসিবি পূর্ববর্তী

প্রথম শ্রেণির ক্রিকেটারদের পাশে দাঁড়াল বিসিবি

সুস্থ হয়ে ভয়ঙ্কর দিনগুলির অভিজ্ঞতা জানালেন দিবালা পরবর্তী

সুস্থ হয়ে ভয়ঙ্কর দিনগুলির অভিজ্ঞতা জানালেন দিবালা

কমেন্ট