আর্জেন্টিনায় মেসির ভাস্কর্য ভাঙচুর

আর্জেন্টিনায় মেসির ভাস্কর্য ভাঙচুর

photo-1484032323 আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে স্থাপিত লিওনেল মেসির ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। কোমরের ওপর অংশ থেকে ভেঙে ফেলা হয় মূর্তিটি। পা দুটো আর ফুটবলটি রেখে বাকি অংশটুকু ভেঙে নিয়ে গেছে কে বা কারা। বুয়েন্স আয়ার্সের পুলিশ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেসির ভাস্কর্যটি কে বা কারা ভেঙে ফেলেছে। অতিসত্বর চোরকে ধরে ফেলা হবে।’ জানা গেছে, মূর্তিটি আবার মেরামত করা হবে। গত বছরের জুনে কোপা আমেরিকার ফাইনালে হারের পর ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসিকে ফেরাতে বুয়েন্স আয়ার্সের সিটি হলে মেসির একটি ভাস্কর্য স্থাপন করে শহর কর্তৃপক্ষ। ফুটবল নিয়ে দৌড়ানোর ভঙ্গিতে থাকা ভাস্কর্যটি উন্মোচন করেন মেয়র হোরসিও রদ্রিগেজ লরেটা।
বাংলাদেশে না আসা নিয়ে আফসোস নেই মরগানের পূর্ববর্তী

বাংলাদেশে না আসা নিয়ে আফসোস নেই মরগানের

ফুটবলে ৪৮ দেশের বিশ্বকাপ পরবর্তী

ফুটবলে ৪৮ দেশের বিশ্বকাপ

কমেন্ট