আশুলিয়ায় বন্দুকযুদ্ধে ভুয়া ডিবি নিহত

আশুলিয়ায় বন্দুকযুদ্ধে ভুয়া ডিবি নিহত

ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাতে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি চালা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (৫৫)। তিনি নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করে বেড়াতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালী থানার মহেন্দপুরে। তিনি মৃত আবুল খায়েরের ছেলে। পুলিশ জানায়, গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে একটি চক্র সাভার-ধামরাই-আশুলিয়ার মহাসড়কসহ সারা বাংলাদেশে ডাকাতি করে আসছিল। কোনো ব্যক্তি বা কোনো ব্যাংক থেকে টাকা তুলে বা এক প্রতিষ্ঠানের টাকা অন্য প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার সময় এই চক্রটি গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে মাঝেমধ্যেই ডাকাতি করত। এমনই একটি ঘটনা সম্প্রতি ধামরাইয়ে ঘটে। চক্রটি একই কায়দায় সোয়া তিন লাখ টাকা ডাকাতি করে। ওই চক্রের ছয় সদস্যকে ইতিমধ্যে আটক করে আদালতে পাঠালে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। পরে এই ছয়জনের তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাত ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে শামীম হোসেনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, চক্রের আরো একটি অংশ আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় অবস্থান করছে। সেখানে গেলে তাদেরকে পাওয়া যাবে। অতপর রাত দেড়টার দিকে ধামরাই থানা থেকে আরো পুলিশ ফোর্স নিয়ে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় টংগাবাড়ি চালা এলাকায় অভিযানে গেলে চক্রটির সদস্যরা টের পেয়ে যায়। এ সময় তারা শামীমকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এরই এক পর্যায়ে সহযোগিদের ছোড়া গুলিতে ভুয়া ডিবি পুলিশ শামীম আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা কালের কণ্ঠকে বলেন, নিহত শামীম হোসেনের নামে ধামরাই থানাসহ বিভিন্ন থানায় আটটির অধিক মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, অস্ত্র, ছিনতাইসহ ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির মামলা রয়েছে।
সাংবাদিক শিমুল হত্যা মামলায় মিরুর জামিন স্থগিত পূর্ববর্তী

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মিরুর জামিন স্থগিত

লাশের পাশে ১ লাখ পিস ইয়াবা পরবর্তী

লাশের পাশে ১ লাখ পিস ইয়াবা

কমেন্ট