আসন বণ্টন নিয়ে মহাজোটের মধ্যে কোন টানাপোড়েন নেই : নাসিম

আসন বণ্টন নিয়ে মহাজোটের মধ্যে কোন টানাপোড়েন নেই : নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে মহাজোটে কোনো টানাপোড়েন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরো বলেন, ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ। এই শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয়ার নিন্দা জানিয়ে নাসিম বলেন, নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে তারা। এসব ষড়যন্ত্র ধোপে টিকবে না। সভায় ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
সিএমএইচে ভর্তি এরশাদ পূর্ববর্তী

সিএমএইচে ভর্তি এরশাদ

দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকা : ওবায়দুল কাদের পরবর্তী

দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকা : ওবায়দুল কাদের

কমেন্ট