আসিয়া বিবিকে আশ্রয় দিতে চায় কানাডা

আসিয়া বিবিকে আশ্রয় দিতে চায় কানাডা

সম্প্রতি পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন খ্রিস্টান নারী আসিয়া বিবি।আসিয়াকে আশ্রয় দিতে চায় কানাডা। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রুডো এ কথা জানান। ট্রুডো জানিয়েছেন, তার সরকার আসিয়াকে কানাডায় নিয়ে আসার চেষ্টা করছে। তিনি বলেন, আমি মনে করিয়ে দিতে চাই, কানাডা একটি অভ্যর্থনাপূর্ণ দেশ। প্রসঙ্গত, সম্প্রতি আসিয়া বিবির মৃত্যুদণ্ডাদেশের রায় বাতিল করে তাকে খালাস দেয় পাকিস্তানি আদালত। আট বছর কারাগারে কাটানোর পর মুক্তি পান আসিয়া। কিন্তু তার মুক্তির পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের দেওয়া আগাম ভোট সুপ্রিম কোর্টে স্থগিত পূর্ববর্তী

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের দেওয়া আগাম ভোট সুপ্রিম কোর্টে স্থগিত

আহমেদকে সৌদির ‘নতুন বাদশাহ’ করতে চায় বিরোধীরা! পরবর্তী

আহমেদকে সৌদির ‘নতুন বাদশাহ’ করতে চায় বিরোধীরা!

কমেন্ট