আহতদের উন্নত চিকিৎসার জন্য সব করা হবে : নাসিম

আহতদের উন্নত চিকিৎসার জন্য সব করা হবে : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের সুস্থতার জন্য সব করা হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। আমাদের বার্ন এবং অর্থোপেডিক্সের অভিজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক কাজ করছেন, যে কোনো প্রয়োজনে তারাও সেবা দিতে প্রস্তুত রয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন আহত শেহরিনকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নাসিম বলেন, নেপালে বিমান বিধস্তের ঘটনায় হতাহত সবার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৮ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে নেপাল পাঠানো হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বলেন, এই বিমান দুর্ঘটনায় আমরা অনেক সন্তানকে হারিয়ে, অনেক ভাই-বোনকে হারিয়েছি। এমনকি অনেক তরুণ-তরুণী, যারা ফাইনাল পরীক্ষা দিয়ে বেড়াতে গিয়েছিলেন তাদের মত মেধাবীদেরকে হারিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী পূর্ববর্তী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী

কাঠমান্ডু থেকে দেশের পথে মেহেদী, স্বর্ণা ও অ্যানি পরবর্তী

কাঠমান্ডু থেকে দেশের পথে মেহেদী, স্বর্ণা ও অ্যানি

কমেন্ট