আড়াই ঘণ্টা চেষ্টায় গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

আড়াই ঘণ্টা চেষ্টায় গুলশান শপিং সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান শপিং সেন্টারে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার রাত ৩ টা ২০ মিনিটে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ফায়ার লিডার রুবিনা আক্তার এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের ৬টি ইউনিট সেখানে যায়। আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গুলশান শপিং সেন্টারের ছয়তলায় শমশের গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে সেখানে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পর ভবনে থাকা কয়েকজন ছাদে উঠে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য তালা ভেঙে মার্কেটে প্রবেশ করেন এবং পরে তাদের উদ্ধার করেন। রুবিনা আক্তার জানান, এ অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। উদ্ধারকারীদের তৎপরতায় প্রায় সোয়া কোটি টাকার মালামাল সরিয়ে নেয়া সম্ভব হয়।
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় সীমিত আকারে ফেরি চলাচল শুরু পূর্ববর্তী

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় সীমিত আকারে ফেরি চলাচল শুরু

গাজীপুরে বজ্রপাতে দুই ক্রিকেটারের মৃত্যু পরবর্তী

গাজীপুরে বজ্রপাতে দুই ক্রিকেটারের মৃত্যু

কমেন্ট