আ. লীগের প্রার্থী চূড়ান্ত যেকোনো মুহূর্তে ঘোষণা

আ. লীগের প্রার্থী চূড়ান্ত যেকোনো মুহূর্তে ঘোষণা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে যেসব আসন জোটের শরিক দলগুলোকে দেওয়া হবে সেসব আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে। মনোনীত অনেক প্রার্থীকে মৌখিকভাবে জানানো শুরু হয়েছে দলের শীর্ষপর্যায় থেকে। দলের গুরুত্বপূর্ণ পদে থাকা অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি যাঁরা বাদ পড়ছেন, তাঁদেরও জানিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা ৫৪ জনের নাম কালের কণ্ঠ’র হাতে এসেছে। তাঁদের মধ্যে নতুন মুখ তিনজন। এদিকে প্রার্থী মনোনয়নের বিষয়ে সব কিছু গুছিয়ে আনতে আলোচনা চলছে নির্বাচনী মিত্র দল জাতীয় পার্টি ও ‘আদর্শিক’ জোট ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে। আজ সোমবার আসন বণ্টন চূড়ান্ত হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। জানা যায়, মিত্র ও জোটের শরিক দলগুলোকে সর্বোচ্চ ৭০টি আসন দেওয়া হতে পারে। মিত্রদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর যেকোনো সময় ঘোষণা করা হবে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রবিবার সাংবাদিকদের বলেছেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রায় ঠিক করে ফেলা হয়েছে, এখন জোটের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তারা (জাপা ও ১৪ দলের শরিক) যাদের মনোনয়ন দিতে চায় আমরা সেই তালিকা চেয়েছি। আগামীকালের (সোমবার) মধ্যে সেটা পেয়ে যাব। তারপর আনুষ্ঠানিকভাবে বসতে পারি।’ ওবায়দুল কাদের বলেন, ‘জোটগতভাবে যে সমীকরণ দাঁড়াবে সেখান থেকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এটা করতে আরো চার-পাঁচ দিন সময় লাগবে।’ জোটের শরিক দলগুলোকে কত আসন দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘৬৫-৭০টির মতো হবে। তবে এর মধ্যেও আলাপ-আলোচনা ও জরিপ অনুযায়ী জয়ী হওয়ার মতো প্রার্থী বেশি হলে তাদের আরো বেশি আসন দেওয়া হবে। আর কম থাকলে তাও বিবেচনা করা হবে।’
চালু হচ্ছে ‘শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ পূর্ববর্তী

চালু হচ্ছে ‘শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’

নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার আসছেন বিকালে পরবর্তী

নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার আসছেন বিকালে

কমেন্ট