আ. লীগ মেয়র পদপ্রার্থীর নাম জানা যাবে শুক্রবার

আ. লীগ মেয়র পদপ্রার্থীর নাম জানা যাবে শুক্রবার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৪ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনী ডামাডোল শুরু হলেও রাজনৈতিক দলগুলো মেয়র পদে সরাসরি সমর্থন ঘোষণা করেনি। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর নাম শুক্রবার ঘোষণা করা হবে বলে জানা গেছে। তৃণমূলের সমর্থনে এ ক্ষেত্রে এগিয়ে আছেন মহানগর নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সূত্র জানিয়েছে, নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন তাপস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সভাপতি এ কে আজাদ ও ইসলামী আন্দোলনের ওবায়দুর রহমান। এ ছাড়া ৩৪ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নিয়েই এখন মুখ্য আলোচনা। মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সোমবার একক প্রার্থী হিসেবে সুপারিশ করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম। মহানগরের এই নেতার প্রতি তৃণমূলের সমর্থন জানিয়েছে জেলা আওয়ামী লীগ। আগামী ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থীর নাম ঘোষণা করবেন। এর আগেই বরিশালের সংস্কৃতিকর্মীরা সাদিক আব্দুল্লাহর সমর্থনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। সংস্কৃতিমনা নগরপিতা পেতে তারা সাদিক আব্দুল্লাহকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী থাকলেও জাতীয় পার্টি এখানে মেয়র পদে মনোনয়ন দেবে বলে জানা গেছে। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১৪ দলের প্রধান শরিক আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘আমরা ২২ জুনের পর জোটের শরিকদের সঙ্গে আলোচনায় বসব। আমাদের বিশ্বাস আগের মতোই শরিকরা পাশে থাকবে।’ জাতীয় পার্টির বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টি মেয়র পদে প্রার্থী দিচ্ছে। কেন্দ্র থেকে জাপার কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপসকে মেয়র নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে জোটের বিষয়টি ভাবার অবকাশ নেই।
নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভালো: এরশাদ পূর্ববর্তী

নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভালো: এরশাদ

৩ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু পরবর্তী

৩ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

কমেন্ট