ইংল্যান্ডের জার্সিতেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

ইংল্যান্ডের জার্সিতেও ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’

ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা দিয়েছে আগেই। এবার জানাল ইংল্যান্ডও। আসন্ন টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের মতো ইংলিশ ক্রিকেটারদের জার্সিতেও খোদাই করা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার।’ বিশ্বজুড়ে চলা বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা জানাতে ও বর্ণবাদ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য দুই দলের এই উদ্যোগ। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলগুলোর জার্সিতে যে ডিজাইনের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো ব্যবহার করা হচ্ছে, সেটিই থাকবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের জার্সিতে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছেন নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট ও প্রথম টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া বেন স্টোকস। বর্ণবাদ নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন রুট, ‘কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করা এবং সমতা ও ন্যায়বিচারের বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি...আমরা বিশ্বাস করি, বর্ণবাদ বা বৈষম্যের কোথাও কোনো স্থান নেই।’ একই সুর বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসনের কণ্ঠেও।
জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ পূর্ববর্তী

জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

থিয়াগোর সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে লিভারপুল পরবর্তী

থিয়াগোর সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে লিভারপুল

কমেন্ট