ইংল্যান্ডের ভাবনাকে অবাস্তব বলেছেন ভারতীয় তারকা

ইংল্যান্ডের ভাবনাকে অবাস্তব বলেছেন ভারতীয় তারকা

ইউরোপে ফুটবল মাঠে ফিরতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগও (ইপিএল) ফেরানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সে পথ ধরে জীবানুমুক্ত পরিবেশে ক্রিকেট শুরু কথা ভাবছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু ইসিবির এই ভাবনাকে অবাস্তব বলেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। কোয়ারেন্টিন ও প্রস্তুতি মিলিয়ে এক মাস আগে সফরে যেতে হবে উইন্ডিজ দলকে। এরই মধ্য নিজেদের অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এমন পরিস্থিতিতেও ঝুঁকি দেখছেন রাহুল। ভারতীয় তারকার প্রশ্ন যদি টেস্টের মাঝপথে কেউ করোনায় আক্রান্ত হয় তখন কী হবে। মূলত পুরো পরিকল্পনা নিয়েই শঙ্কা আছে ভারতীয় তারকার। এ ব্যাপারে রাহুল দ্রাবিড় বলেন, ‘ইসিবি যে পর্যায়ের কথা বলছে, ব্যাপারগুলো তেমন রাখতে পারা কিছুটা অবাস্তব। অবশ্যই ইসিবি সিরিজ আয়োজনে মরিয়া। কারণ এই মুহূর্তে কোনো খেলা নেই এবং তারা মৌসুমের মাঝামাঝি আছে এখন। তারা যদি এমন পরিবেশ তৈরি করতেও পারে এবং সেভাবে সামাল দিতে পারে, অন্যদের জন্য (অন্যান্য বোর্ড) এটি অসম্ভব হবে। বিশেষ করে যে ধরনের সূচি করা হয় (ঠাসা) এবং একটা সফরে যে পরিমাণ ভ্রমণ করতে হয়, যত লোক এতে সম্পৃক্ত থাকে, তাতে এটা সম্ভব নয়।’ এরপর ভারতের সাবেক ক্রিকেটার বলেন, ‘আমরা সবাই আশা করছি, সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাবে এবং ভালো ওষুধ এলে অবস্থার উন্নতি হবে। কিন্তু জীবাণুমুক্ত পরিবেশে খেলার ক্ষেত্রেও, সব পরীক্ষা করা হলো, কোয়ারেন্টিন মানা হলো, তার পর টেস্টের দ্বিতীয় দিনে কোনো ক্রিকেটার যদি পজিটিভ হয়, তখন কী হবে?’ নিজের প্রশ্নের ব্যাখ্যা করে রাহুল জানান, ‘বর্তমানে যে নিয়ম আছে, তাতে জনস্বাস্থ্য বিভাগের লোকজন এসে সবাইকে কোয়ারেন্টিনে পাঠাবে। টেস্ট ম্যাচ বা সিরিজের সেখানেই সমাপ্তি। সবাইকে ওখানে আনতে এবং এই পরিবেশ তৈরি করতে যে ব্যয় হলো, সব জলে যাবে। কাজেই, স্বাস্থ্য বিভাগ ও সরকারের কর্তৃপক্ষের সঙ্গে মিলে এমন একটা উপায় খুঁজতে হবে, যেখানে একজন খেলোয়াড় যদি পরীক্ষায় পজিটিভ হয়, তাতেও যেন টুর্নামেন্ট বাতিল না হয়।'
লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের পাশে শাহরুখের দল, দিল যত প্রতিশ্রুতি পূর্ববর্তী

লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গের পাশে শাহরুখের দল, দিল যত প্রতিশ্রুতি

'লালার ব্যবহার বন্ধ করলে ক্রিকেট বিরক্তিকর হবে' পরবর্তী

'লালার ব্যবহার বন্ধ করলে ক্রিকেট বিরক্তিকর হবে'

কমেন্ট