ইউটিউবও 'ক্ষমা' করেনি যুক্তরাষ্ট্রের সেই তরুণকে

ইউটিউবও 'ক্ষমা' করেনি যুক্তরাষ্ট্রের সেই তরুণকে

মজার সব ভিডিও বানিয়ে ইউটিউবে তারকা বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তরুণ লোগান পল। কিন্তু কোথায় গিয়ে থামতে হবে সেটিই বুঝেননি। আত্মহত্যা করা মানুষের ভিডিও করেও সেটি প্রকাশ করেছিলেন। সমালোচনা শুরু হওয়া ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার সঙ্গে সব সম্পন্ন ছিন্ন করেছে ইউটিউব। ৩১ ডিসেম্বর জাপানে আত্মহত্যা করা এক ব্যক্তির ভিডিও পোস্ট করেছিলেন লোগান পল ও তার বন্ধুরা। মাউন্ট ফুজি এলাকায় অকিগাহারা জঙ্গলে প্রায়ই আত্মহত্যার ঘটনা ঘটে। সেখানেই একটি মৃতদেহ খুঁজে পাওয়ার পর ভিডিওধারণ করেন তারা। অনলাইনে ছাড়ার পর সবাই এর তীব্র সমালোচনা শুরু করেন। এটিকে 'অসম্মানজনক' ও ঘৃণ্য' বলেও মন্তব্য করেছেন। পরে টুইটারে পোস্ট করা ভিডিওতে লোগান বলেন, 'আমি আমার বিচারবুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারিনি। ক্ষমা পাওয়ারও যোগ্য আমি নই।' ইউটিউবও মনে করেছে লোগান ক্ষমা পাওয়ার যোগ্য নন। তাই ইউটিউবে লোগানের চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। তাই এখান থেকে আসা আয়ের পথ বন্ধ হয়ে গেছে লোগানের।
বন্ধুদের ঈর্ষার কারণ ফেসবুকে আকর্ষণীয় ছবি! পূর্ববর্তী

বন্ধুদের ঈর্ষার কারণ ফেসবুকে আকর্ষণীয় ছবি!

আইফোনের ব্যাটারি বিস্ফোরণ, অ্যাপল স্টোরে আহত ৮ পরবর্তী

আইফোনের ব্যাটারি বিস্ফোরণ, অ্যাপল স্টোরে আহত ৮

কমেন্ট