ইউরো চ্যাম্পিয়নশিপে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স

ইউরো চ্যাম্পিয়নশিপে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স

ইউরো চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার এইচ গ্রুপের ম্যাচে অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের হয়ে জালের দেখা পেয়েছেন কিংসলে কোমান, ক্লেমোঁ লংলে ও বেন ইয়েদের। এ জয়ের ফলে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে আছে ফ্রান্স। সমান জয়-পরাজয়ে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। আলবেনিয়ার মাঠে হারা আইসল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়তে। আর চারে থাকা আলবেনিয়ার পয়েন্ট ৯। খবর রয়টার্সের। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয় দিয়ে শুরু করা ফ্রান্স নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়ে বসে। এর পর ঘুরে দাঁড়িয়ে আর পেছনে তাকাতে হয়নি। দুর্দান্ত জয়ে ছুটে চলেছেন ফরাসিরা। গত দুই ম্যাচে টানা জয়ের পর এবার অ্যান্ডোরার বিপক্ষেও সহজ জয় তুলে নেন বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার ঘরের মাঠে ১৮তম মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। সতীর্থের পাস ধরে ডি-বক্সে বাইরে থেকে কোনাকুনি শটে গোলটি করেন কোমান। গেল ম্যাচে আলবেনিয়ার বিপক্ষেও জোড়া করেছিলেন বায়ার্ন মিউনিখে খেলা এ ফুটবলার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন লংলে। গ্রিজমানের ফ্রি-কিক থেকে হেডে জাল খুঁজে নেন এই বার্সা ডিফেন্ডার। আর শেষের দিকে ইয়েদের গোলে স্কোর লাইন ৩-০ করে নেন ইউরো চ্যাম্পিয়নশিপের গতবারের রানার্সআপরা।
পেরুর কাছে হারল ব্রাজিল পূর্ববর্তী

পেরুর কাছে হারল ব্রাজিল

র‍্যাঙ্কিংয়ে সাকিব-তাইজুল-নাঈমের উন্নতি পরবর্তী

র‍্যাঙ্কিংয়ে সাকিব-তাইজুল-নাঈমের উন্নতি

কমেন্ট