ইউরো বাছাইপর্বে ফেভারিটদের জয়ের রাত

ইউরো বাছাইপর্বে ফেভারিটদের জয়ের রাত

শুরু হয়েছে ইউরো ২০২০ আসরের বাছাইপর্ব। বৃহস্পতিবার রাতে বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠে নেমে প্রত্যাশিত জয় পেয়েছে প্রায় সব বড় দল। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া, ইউরোপিয়ান ফুটবলের বড় শক্তি নেদারল্যান্ডস, ফিফা র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান দল বেলজিয়ামসহ মাঠে নামা অন্য দলগুলোও জয়ী হয়েছে। কেবল ইসরায়েল ও স্লোভেনিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ‘ই’ গ্রুপের ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া পিছিয়ে পড়েও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ক্রোয়াট রাজধানী জাগরেবের স্টাডিও ম্যাকসিমিরে অনুষ্ঠিত ম্যাচে ১৯তম মিনিটে রামিল শেইদায়েভের গোলে এগিয়ে যায় আজারবাইজান। প্রথমার্ধের ৪৪ মিনিটে বোর্না বারিসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়াটরা। ম্যাচের ৭৯ মিনিটে ফরোয়ার্ড আন্দ্রেজ ক্রামারিচ বল জালে পাঠিয়ে ২-১ গোলে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন। নেদারল্যান্ডসের রটারডামে বেলারুশের বিপক্ষে ‘সি’ গ্রুপের ম্যাচটা শুরুর সঙ্গে সঙ্গেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের প্রথম মিনিটেই দারুণ এক আক্রমণ থেকে বেলারুশের গোলরক্ষককে কাটিয়ে দুর্দান্ত গোল করে ডাচদের এগিয়ে দেন মেমফিস ডিপে। মিনিট বিশেক পর ব্যবধান ২-০ করেন লিভারপুল মিডফিল্ডার জর্জিনিয়ো। ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে নেদারল্যান্ডসকে ৩-০ গোলে এগিয়ে দেন ডিপে। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে ভার্জিল ফন ডাইকের গোলে ডাচদের ৪-০ গোলের জয় নিশ্চিত হয়। বৃহস্পতিবার রাতে অন্যান্য ম্যাচে সাইপ্রাস ৫-০ গোলে স্যান ম্যারিনোকে উড়িয়ে দিয়েছে। কাজাখস্তানের মাঠে ৩-০ গোলে হেরেছে স্কটল্যান্ড। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো বাছাইপর্বের মিশন শুরু করেছে পোল্যান্ড। স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হাঙ্গেরি ও নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে এস্তোনিয়া। আর লাটভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মেসিডোনিয়া।
বিশ্বের এক নম্বর দলের কাছে হেরে গেল রাশিয়া পূর্ববর্তী

বিশ্বের এক নম্বর দলের কাছে হেরে গেল রাশিয়া

আবারও বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানালেন কিউই ক্রীড়ামন্ত্রী পরবর্তী

আবারও বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানালেন কিউই ক্রীড়ামন্ত্রী

কমেন্ট