ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

কক্সবাজারে চলন্ত ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম নুসাইবা হোসেন নীরু (১১)। নীরু স্থানীয় হাজী হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, সকালে প্রাইভেট পড়তে বেরিয়েছিল নীরু। পড়া শেষ করে ইজিবাইকে করে বাড়ির উদ্দেশে সে রওনা হয়। ইজিবাইকটি স্থানীয় বরফকলের সামনে এলে অসাবধানতাবশত তার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এ সময় নীরু গুরুতর আহত হয়। তখন গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক নীরুকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান। নিহত শিশুটির খালা নাসিমা আকতার জানান, প্রতিদিনের মতো সকাল ৭টায় কোচিং করতে যায় নীরু। এরপরই এ ঘটনা ঘটে। এখন শিশুটির মা ও একমাত্র ভাই হোসাইন আহমদ অভির আহাজারিতে ভারি হয়ে ওঠেছে বাড়ির পরিবেশ। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।’ কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মোবাইল কোর্টে জরিমানাকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেপ্তার ৩ পূর্ববর্তী

মোবাইল কোর্টে জরিমানাকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেপ্তার ৩

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক পরবর্তী

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৭ রোহিঙ্গা নারী-শিশু আটক

কমেন্ট