ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

ক্যারিয়ারের পঞ্চম এটিপি ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে সূচনাটা দারুণ হয়েছে বিশ্বের সাবেক এক নম্বর তারকা নোভাক জকোভিচের। সোমবার প্রথম রাউন্ডে ইউক্রেনের আলেক্সান্দার ডোগোপোলভকে মাত্র ৫৫ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সার্বিয়ান ১১তম বাছাই জকোভিচ। ফোরো ইতালিকোতে শেষ ১০টি রোম ফাইনালের আটটিতেই খেলে জকো চারবার শিরোপা জিতেছেন। গত সপ্তাহে শেষ হওয়া মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৮তম স্থানে নেমে গেছেন জকোভিচ। ২০০৬ সালের অক্টোবরের পরে এটাই তার সর্বনিম্ন র‌্যাঙ্কিং। ১২ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী জকোভিচ ৫৪তম ডোগোপোলভকের বিপক্ষে প্রথম সেটে তিনবার ব্রেক পয়েন্ট অর্জন করেছেন। ২০১৫ সালে সর্বশেষ রোম শিরোপা জিতেছিলেন সার্বিয়ান এই তারকা। দ্বিতীয় রাউন্ডে জয়ী হলে তৃতীয় রাউন্ড সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তিনি পেতে পারেন যুক্তরাষ্ট্রে অষ্টম বাছাই জন ইসনারকে। এর আগে সহজ জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জাপানের কেই নিশিকোরি। প্রথম রাউন্ডে নিশিকোরি ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে স্প্যানিয়ার্ড ফেলিসিয়ানো লোপেজকে হারিয়েছেন। এদিকে সার্বিয়ান বাছাই আলেক্সান্দ্রা ক্রুনিকের কাছে ২-৬, ৬-০, ৬-৩ গেমে পরাজিত হয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন স্বাগতিক তারকা রবার্তা ভিঞ্চি।
নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখাটা হবে ভয়ঙ্কর : মেসি পূর্ববর্তী

নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখাটা হবে ভয়ঙ্কর : মেসি

পাকিস্তানের বিপক্ষে লিড নিল আয়ারল্যান্ড পরবর্তী

পাকিস্তানের বিপক্ষে লিড নিল আয়ারল্যান্ড

কমেন্ট